সরকারি হাসপাতালে গ্রুপ-সি কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে

West Bengal Health Recruitment 2021 : আপনি কি চাকরির সন্ধান করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ! পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে গ্রুপ সি মাল্টি টাস্কিং স্টাফ পদে যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয়েই আবেদনের যোগ্য। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনরূপ লিখিত পরীক্ষা হবে না। সম্পূর্ন চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। রইলো কিভাবে আবেদন করবেন, বয়স, বেতন, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সমস্ত তথ্য।

পদের নাম মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ
কর্মস্থল J.B Roy State Ayurvedic Medical College and Hospital
বেতন 10,000
প্রার্থী বাছাই পদ্ধতি ইন্টারভিউ
ইন্টারভিউ এর তারিখ 24 মে , 2021
আবেদনের মাধ্যম অফলাইন
আবেদন পত্র ডাউনলোড করুন Click Here


পদের নাম - মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।

শিক্ষাগত যোগ্যতা - যেকোন শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদে আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটার ও ল্যাবরেটরির কাজ জানতে হবে।

আবেদনের পদ্ধতি - অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে হবে। আবেদন পত্র পূরণ করে পাসপোর্ট সাইজ ফটো ও সমস্ত নথির স্বপ্রত্যয়িত জেরক্স কপি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ 17 মে, 2021।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা - J .B. Roy State Ayurvedic Medical College and Hospital, 170- 172, Raja Dinendra Street, Kolkata- 700004.

বেতন - প্রতিমাসে 10,000/- টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি - প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কোনরূপ লিখিত পরীক্ষা হবে না। ইন্টারভিউ হবে J.B. Roy State Ayurvedic Medical College and Hospital এর প্রিন্সিপ্যাল সুপারিনটেনডেন্ট এর অফিসে। ইন্টারভিউয়ের তারিখ 24 মে 2021 , সময় বেলা 12 টা।

আবেদন পত্র ডাউনলোড করুন - Click Here