PM Kisan: ২,০০০ টাকা না পেয়ে থাকলে এক ফোনেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে
প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojona) অন্তর্গত টাকা জমা পড়বে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিসান সম্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) ছোট ও সীমান্ত কৃষকদের বিষয়টি মাথায় রেখেই এই যোজনা শুরু করেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বধীন কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷ প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬,০০০ টাকা জমা পড়ে ৷ অর্থাৎ প্রতি চার মাস অন্তর অন্তর কৃষকেরা পেয়ে থাকেন ২,০০০ টাকা করে ৷ এখনও পর্ন্ত দেশের কৃষকেরা আট কিস্তির টাকা পেয়েছেন ৷ সম্প্রতি নরেন্দ্র মোদি সরকার (Narendra Modi Government) ১৪ মে ২০২১ ২,০০০ টাকা যদি কোনও কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা না গিয়ে থাকে সেক্ষেত্রে তিনি অভিযোগ জানাতে পারেন ৷ পিএম কিসান সম্মান নিধির হেল্পলাইন নম্বরে ০১১-২৪৩০০৬০৬ নম্বরে ফোন করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷ অ্যাকাউন্টে পাঠিয়েছে ৷ পিএম কিসান টোল ফ্রি (Tolly Free) নম্বর 18001155266, পিএম কিসান হেল্পলাইন নম্বর 155261, পিএম কিসান ল্যান্ডলাইন নম্বর 011—23381092, 23382401, পিএম কিসান হেল্পলাইন নতুন নম্বর 011-24300606, পিএম কিসান হেল্পলাইনের অতিরিক্ত নম্বর 0120-6025109, Email ID pmkisan-ict@gov.in ৷
0 Comments